• NEWS PORTAL

  • শুক্রবার, ২৮ জুন ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

 লক্ষ্মীছড়িতে চলছে আধাবেলা হরতাল 

প্রকাশিত: ১১:৫০, ২০ জুন ২০২৪

ফন্ট সাইজ
 লক্ষ্মীছড়িতে চলছে আধাবেলা হরতাল 

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে আধাবেলা হরতাল চলছে। হরতালের কারণে লক্ষ্মীছড়িতে দোকানপাট বন্ধ রয়েছে। চলছে না দূরপাল্লা ও আভ্যন্তরীণ সড়কে কোন যানবাহন। 

রাঙামাটির সাজেকের আধিপত্য বিস্তার নিয়ে  দুই পাহাড়ি সন্ত্রাসী গ্রুপের বন্দুক যুদ্ধে ক্রসফায়ারে পড়ে নিহত পরিহবন শ্রমিক নাঈম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এ হরতালের আহ্বান এলাকাবাসী। হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে পিকেটিং হচ্ছে। 

লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, শান্তিপূর্ণভাবে হরতাল চলছে। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী জানান, স্বত:স্ফূর্তভাবে সর্বাত্মক হরতাল চলছে। 

মঙ্গলবার (১৮ জুন) দুপুরে রাঙামাটির সাজেকের বাঘাইহাট বাজারে পাহাড়ের আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক) এবং ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের মধ্যে গোলাগুলিতে ক্রস ফায়ারে পড়ে শান্তি পরিবহনের সুপারভাইজার মো. নাঈম নিহত হয়। তার বুকে গুলি লাগে।

এর আগে ময়নাতদন্ত শেষে বুধবার বিকালে নাঈমের লাশ লক্ষ্মীছড়িতে পৌঁছলে বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। এ সময় স্বজনদের আহাজারিতে আকাশ ভারী হয়ে ওঠে।

বুধবার(১৯ জুন) সন্ধ্যায় খাগড়াছড়ির দুর্গম লক্ষীছড়ি উপজেলার দূর্গাছড়ি এলাকায় স্থানীয় কবরস্থানে নাঈমের দাফন সম্পন্ন হয়েছে।

জানা গেছে,নাঈম এর নিজ বাড়ি লক্ষ্মীছড়ির  দূর্গাছড়ি এলাকায়। নাঈম জন্মের আগেই তার পিতার মো. নজরুল ইসলাম নিখোঁজ হন। ৪ বোন ১ ভাইয়ের মধ্যে নাঈম সবার ছোট। নাঈমের স্ত্রী অন্তঃসত্ত্বা। 

এদিকে পরিবহণ শ্রমিক মো. নাঈম (২৭) হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নাঈমের চাচা বাবুল হোসেন অজ্ঞাত আসামি দেখিয়ে সাজেক থানায় মামলাটি দায়ের করেন। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2