• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মহানগর বিএনপির কমিটি বিলুপ্তির পর নতুন কমিটি নিয়ে তোড়জোড় বরিশালে

প্রকাশিত: ০৮:৪২, ২২ জুন ২০২৪

ফন্ট সাইজ
মহানগর বিএনপির কমিটি বিলুপ্তির পর নতুন কমিটি নিয়ে তোড়জোড় বরিশালে

মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত করার পর নতুন কমিটি নিয়ে তোড়জোড় শুরু হয়েছে বরিশালে। সাবেক কমিটির সফলতা ও ব্যর্থতা নিয়েও দলের ভেতরে আছে নানা আলোচনা। কে আসবেন নতুন নেতৃত্বে সেই প্রশ্ন এখন টক অব দ্য টাউন। 

২০২১ সালের তিন নভেম্বর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি করা হয়। ওই কমিটি ৪২ সদস্যে বর্ধিত করে ২০২২ সালের ২১ জানুয়ারি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি করে। গত ১৩ জুন ঢাকা, চট্টগ্রামের সাথে ভেঙে দেয়া হয় বরিশালের আহ্বায়ক কমিটিও। ওই কমিটির  আহ্বায়সহ অনেকের বিরুদ্ধেই এখন শোনা যাচ্ছে নানা অভিযোগ। 

অভিযোগকে মিথ্যা দাবি করে নেতারা জানান, দলের জন্য যথাসাধ্য করেছেন তারা। 

এদিকে, কমিটি বিলুপ্ত ঘোষণার পর পদ বঞ্চিতদের পদচারণা বেড়েছে দলীয় কার্যালয়ে। তাদের দাবি, শুধু ত্যাগ দেখে নয়, যার ডাকে হাজার কর্মী সমবেত হয়, এমন নেতৃত্ব চায় তৃণমূল। 

নতুন কমিটিতে আলোচনায় থাকা নেতারা বলছে, সামনের আন্দোলন সফল করতে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব বেছে নেয়াকে গুরুত্ব দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা। 

আন্দোলন সংগ্রামে যাদের সক্রিয় ভূমিকা রয়েছে, তাদেরকে মূল্যায়নের দাবি তৃণমূলের নেতাকর্মীদের। 

বিভি/রিসি

মন্তব্য করুন: