আওয়ামী লীগ দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

আধিপত্য বিস্তার নিয়ে রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু ও পৌর মেয়র আক্কাস আলী এবং সংসদ সদস্য শাহরিয়ার আলমের সমর্থকদের দ্বন্দ্বের জেরে এ সংঘর্ষ বাধে।
স্থানীয়রা জানায়, বাঘা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়রের সমর্থকরা। এদিকে পৌর মেয়র আক্কাস আলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন করে সংসদ সদস্য শাহরিয়ার আলমের সমর্থকরা।
মিছিল নিয়ে যাওয়ার সময় উভয়পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়। হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরে রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
বিভি/রিসি
মন্তব্য করুন: