• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আওয়ামী লীগ দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০ 

প্রকাশিত: ১৩:৪৫, ২২ জুন ২০২৪

ফন্ট সাইজ
আওয়ামী লীগ দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০ 

আধিপত্য বিস্তার নিয়ে রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু ও পৌর মেয়র আক্কাস আলী এবং সংসদ সদস্য শাহরিয়ার আলমের সমর্থকদের দ্বন্দ্বের জেরে এ সংঘর্ষ বাধে।

স্থানীয়রা জানায়, বাঘা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়রের সমর্থকরা। এদিকে পৌর মেয়র আক্কাস আলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন করে সংসদ সদস্য শাহরিয়ার আলমের সমর্থকরা।

মিছিল নিয়ে যাওয়ার সময় উভয়পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়। হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরে রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। 

বিভি/রিসি

মন্তব্য করুন: