• NEWS PORTAL

  • শুক্রবার, ২৮ জুন ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি, তবুও বাড়ি ফেরা হচ্ছে না বন্যার্তদের

প্রকাশিত: ১৭:৩১, ২৩ জুন ২০২৪

আপডেট: ১৭:৩২, ২৩ জুন ২০২৪

ফন্ট সাইজ
সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি, তবুও বাড়ি ফেরা হচ্ছে না বন্যার্তদের

সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনই বাড়িতে ফিরতে পারছে না আশ্রয়কেন্দ্রে অবস্থানরতরা। এখনো জলাবদ্ধতা কাটেনি নগরীর ছড়া-খালের পাশের এলাকায়। দুর্ভোগ দীর্ঘ হচ্ছে বন্যা দুর্গতদের। বিভিন্ন জায়গায় জেগে উঠছে বন্যার ক্ষত। সুনামগঞ্জের পরিস্থিতিও উন্নতির দিকে। পানি নামলেও দুর্ভোগ কমেনি বন্যার্তদের। 

এখনো আশ্রয়কেন্দ্রেই কাটছে সিলেটের বন্যা দুর্গতদের। অপেক্ষা বাড়ি ফেরার। কিন্তু হয়নি ফেরার পরিবেশ। 

রবিবারও সিলেটের সব নদনদীর পানি কমেছে। লোকালয়ের পানি নামলেও নগরীর মধ্য দিয়ে বয়ে যাওয়া ২৩টি ছড়া ও খালের পানি নামার পথ সংকুচিত থাকায় যতরপুর, চালিবন্দরসহ কয়েকটি এলাকার জলাবদ্ধতা কাটেনি। ফলে দীর্ঘ হচ্ছে আশ্রয়কেন্দ্রে থাকাদের বাড়ি ফেরার অপেক্ষা।  

আশ্রয়কেন্দ্রে সিটি করপোরেশন থেকে খাবারসহ অন্যান্য ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিটি মেয়র। 

বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জেও উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। সুরমাসহ সকল নদ-নদী বিপদসীমার নিচে। তবে হাওরের পানি নামছে ধীরে। এখনো তলিয়ে আছে হাওরাঞ্চলে অনেক বসতভিটা ও গ্রামীণ সড়ক৷ আশ্রয়কেন্দ্রে রয়েছেন দুর্গতরা। 

এদিকে, জেলা শহরের বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেলেও দুর্ভোগ কমেনি সুলতানপুর, নতুন হাছননগর, আলীপাড়া, কালীপুর, হাজিপাড়া, নতুনপাড়া, শান্তিবাগ এলাকার মানুষের।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2