• NEWS PORTAL

  • শনিবার, ২৯ জুন ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নামাজ শেষে বাড়ি ফেরা হলোনা হাবিবুল্লার

প্রকাশিত: ১৮:২০, ২৫ জুন ২০২৪

ফন্ট সাইজ
নামাজ শেষে বাড়ি ফেরা হলোনা হাবিবুল্লার

জয়পুরহাটের হিচমি- পুরণাপৈল বাইপাস সড়কের বামনপুর চারমাথা এলাকায় মসজিদ থেকে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বাসের চাপায় হাবিবুল্লাহ (৮০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন)  ভোর পাঁচটার দিকে জয়পুরহাট শহরের বামনপুর চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত হাবিবুল্লাহ (৮০) জয়পুরহাট সদর উপজেলার বামনপুর চারমাথা দত্তপাড়া এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবির।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত হাবিবুল্লাহ প্রতিদিনের মত মঙ্গলবার ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে বের হয়। এরপর মসজিদে নামাজ শেষে বামনপুর চারমাথা এলাকায় চা খেয়ে বাইপাস সড়কের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় তার বাড়ি থেকে উত্তরদিকে কিছু দুরে রুহলের বাড়ির সামনে দুটি নৈশ বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের চাপায় ঘটনাস্থলেই পথচারী হাবিবুল্লাহের মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে হাবিবুল্লাহর ছিন্ন বিচ্ছিন্ন  মরদেহ উদ্ধার করা হয়েছে। 

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবীর বলেন, অভিযোগ পেলেই নেওয়া হবে আইনগত ব্যবস্থা।


 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2