• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সাড়ে ১০ লাখ টাকা ব্যয়ে একশো হাত লম্বা নৌকা তৈরি

প্রকাশিত: ১১:০৩, ৯ জুলাই ২০২৪

ফন্ট সাইজ
সাড়ে ১০ লাখ টাকা ব্যয়ে একশো হাত লম্বা নৌকা তৈরি

শখের বশে সাড়ে দশ লাখ টাকায় একশ হাত লম্বা বাইচের নৌকা বানিয়েছেন মাদারীপুর কালকিনির ভাটবালি গ্রামের দেলোয়ার আকন। নৌকা বাইচ তার কাছে নেশার মতো। নতুন প্রজন্মকেও গ্রাম বাংলার এ ঐতিহ্যের সাথে ধরে রাখতে চান তিনি। 

নৌকাবাইচ প্রতিযোগিতায় কখনো হারেননি মাদারীপুরের দেলোয়ার আকন। কিশোর বয়স থেকেই বাইচের নৌকা বাইস্যা হিসেবে গিয়েছেন প্রতিযোগিতায়। পরে তার নেশা হয়ে যায় গ্রামবাংলার এ খেলা।

মাদারীপুর ছাড়াও গোপালগঞ্জ,শরীয়তপুর, ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় নৌকাবাইচে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন তিনি। আগের নৌকাটি অকেজো হয়ে যাওয়ায় দীর্ঘদিন দূরে ছিলেন নৌকা বাইচ থেকে। এবার শখ পুরে তৈরি করেছেন নতুন একটি নৌকা। শেষ জীবনে নতুন প্রজন্মকে গ্রামবাংলার এ সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতেই এ উদ্যোগ বলে জানিয়েছেন দেলোয়ার আকন। 

আধুনিক যন্ত্রপাতি ব্যবহার ছাড়া ৬ জন মিস্ত্রি দুই মাস ধরে বানিয়েছেন একশ হাত লম্বা নৌকাটি। এ বছর নতুন নৌকা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেবেন বলে জানিয়েছেন দেলোয়ার আকন। 

তার এ উদ্যোগে মুগ্ধ স্থানীয়রা। ঐতিহ্য ধরে রাখতে তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 

সকল ধর্ম-বর্ণের মানুষকে আনন্দ দিতে আবারো নৌকা নিয়ে নদীতে নামতে প্রস্তুত দেলোয়ার আকনের দল। 

বিভি/রিসি

মন্তব্য করুন: