• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এবার সীমান্তে ভারতীয় নাগরিকদের গুলিতে ২ বাংলাদেশি নিহত

প্রকাশিত: ১৯:০১, ১৫ জুলাই ২০২৪

ফন্ট সাইজ
এবার সীমান্তে ভারতীয় নাগরিকদের গুলিতে ২ বাংলাদেশি নিহত

এবার সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়া নাগরিকদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও এক বাংলাদেশি। রবিবার বিকালে নাজিরের গাঁও, কাওয়ারটুক এলাকার এক হাজার দুইশ ৫৩ নম্বর পিলারের ওপারে গুলিবিদ্ধ হন কালাইরাগ করবলাটুক গ্রামের আলী হুসেন ও কাউছার আহমদ। 

এ ঘটনায় আহত একই গ্রামের নবী হুসেনকে চিকিৎসা দেয়া হচ্ছে। কালাইরাগ বিওপি ও বিজিবিসূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে মরদেহ এখনও হস্তান্তর হয়নি।

স্থানীয়রা জানান, তারা তিনজন রবিবার কোন এক সময় ভারতে যান। বিকালে খাসিয়ারা তাদের গুলি করে বলে জানা গেছে। বিজিবি ও স্থানীয়রা তাদের শনাক্ত করে। পুলিশ জানায়, লাশ পড়ে আছে সীমান্তের ভারত অংশে। আইনি প্রক্রিয়া শেষে লাশ উদ্ধার করা হবে। 

আলী হুসেন, কাউছার ও নবী হোসেন রোববার কোন এক সময় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। এরপর নিহতদের লাশ নাজিরেরগাঁও কারবালারটুক সীমান্ত এলাকায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ ঘটনা নিয়ে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উপজেলার উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য ফখরুল মিয়া জানান, তিনি নিহতদের লাশ নাজিরেরগাঁও কারবালারটুক সীমান্ত এলাকায় পড়ে থাকতে দেখেছেন। বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক করে লাশগুলো বিজিবির আওতায় রেখেছেন। নিহতদের বাড়িতে শোকের মাতম চলছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: