পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষ, বরিশাল-কুয়াকাটা রুটে যান চলাচল বন্ধ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ফলে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
আজ দুপুর ১২ টার দিকে আন্দোলনকারীরা ক্যাম্পাস থেকে বের হতে গেলে পুলিশ, র্যাব ও বিজিবি তাদের বাধা দিলে সংঘর্ষ বাধে। শিক্ষার্থীরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে।
কোটা সংস্কারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা জানায় যতদিন পর্যন্ত তাদের দাবি না মানা হবে, ততদিন পর্যন্ত রাজপথে থাকবে।
বিভি/এজেড
মন্তব্য করুন: