• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলে শিক্ষার্থী ও অভিভাবকরা

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৬, ২ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলে শিক্ষার্থী ও অভিভাবকরা

৯ দফা দাবিতে জয়পুরহাটের নতুন হাট এলাকা থেকে গণমিছিল বের করে কেন্দ্রীয় মসজিদ  চত্বরে বিশাল বিক্ষোভ মিছিল অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। শতশত মানুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে যোগ দেয় অভিভাবকরাও। বিকেল ৪ টায় থেকে  কেন্দ্রীয়  জামে মসজিদের সামনে জড়ো হতে থাকেন তারা। 

বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও অভিভাবকগণ সদর রোড আটকিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে। সমন্বয়কসহ নেতৃবৃন্দ ছাত্র জনতার গণমিছিলের ডাক দেন। 

নেতৃবৃন্দ তাদের কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী, ডাক্তার, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, আলেম-ওলামা, শ্রমিক, অভিভাবকসহ জয়পুরহাটের সর্বস্তরের নাগরিকদের অংশ নেওয়ার আহ্বান জানান।

বিভি/এজেড

মন্তব্য করুন: