কুমিল্লা নগরীতে সংঘর্ষ; এসিল্যান্ডের গাড়িতে আগুন, গুলিবিদ্ধসহ আহত ৫০

কুমিল্লায় পূর্ব ঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালনে সড়কে নেমেছেন শিক্ষার্থীরা। নগরীরতে পুলিশ ও আওয়ামীগের নেতাকর্মীদের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয় ও চান্দিনায় এসিল্যান্ড এর গাড়ীতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছে।
শনিবার (৩ আগস্ট) দুপুরে কুমিল্লা নগরীর পুলিশ লাইনে অবস্থান নিয়েছিলো আন্দোলনরত শিক্ষার্থীরা। এক পর্যায়ে, আওয়ামী লীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে গুলি ও ককটেল নিক্ষেপ করে। এতে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। এ সময় গুলি ও ককটেল নিক্ষেপের কারণে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে আশেপাশের বিভিন্ন বাসায় অবস্থান নেয়।
এর আগে সকালে কুমিল্লা জিলা স্কুলের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রতিকী সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। অপর দিকে নগরীর কান্দিরপাড় পূবালী চত্তরে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এসময় পুলিশ ও মহানগর আওয়ামীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিলে পূবালী চত্তর থেকে সড়ে নগরীর পুলিশ লাইন মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এসময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। এসময় কুমিল্লার চান্দিনায় উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) এর গাড়ীতে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা।
বিভি/এজেড
মন্তব্য করুন: