গোপালগঞ্জে ট্রাফিকের দ্বায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা

সারাদেশে পুলিশের কর্ম-বিরতির কারণে সড়কের যানযট নিরসনে দেশের অন্যান্য স্থানের মতো গোপালগঞ্জেও ট্রাফিকের দ্বায়িত্ব পালন করলো শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল থেকে জেলা শহরের বিভিন্ন কলেজের বাংলাদেশ ন্যাশরাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সাথে সংযুক্ত শিক্ষার্থীরা সড়কের মোড়ে মোড়ে অবস্থান নেয় । তারা শহরের প্রধান সড়কের ডিসি অফিস মোড়, লঞ্চঘাট মোড়, প্রেসক্লাব মোড় ও কাঁচা বাজার মোড়ে ট্রাফিকের দ্বায়িত্ব পালন করে। তাই যানবাহন চালক ও মোটর-সাইকেল চালকরা ট্রাফিক আইন মেনেই সড়কে চলাচল করছেন।
ট্রাফিকের দ্বায়িত্ব পালনকারী বিএনসিসি সদস্য শিক্ষার্থীরা সাইফুল ইসলাম জানায়, উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা বিএনসিসি ক্যাডেটগন নিজ নিজ কলেজ এলাকায় শহরের মেইন রোডে ট্রাফিকের দ্বায়িত্ব পালন করছি। যানবাহন চালক ও পথচারীরা ট্রাফিক আইন মেনে চলছে। এই দ্বায়িত্ব পালনে আমাদের কোন সমস্যা হচ্ছেনা, ভালই লাগছে।
ইজি বাইক চালক রমজান আলী বলেন, সড়কে যানজট নিরসন ও শৃংখলা ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সমাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এরকম দায়িত্ব পালন করলে দেশে পরিবর্তন আসবে। পুঞ্জিভূত জঞ্জাল অপসারিত হবে। দেশ সামনের দিকে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।
বিভি/এজেড
মন্তব্য করুন: