• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সুনামগঞ্জে শিক্ষার্থী-পুলিশ সুপার মতবিনিময়

পুলিশি কার্যক্রম স্বাভাবিক করতে শিক্ষার্থীদের সহায়তা কামনা এসপি’র

সুনামগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:৫৮, ৯ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
পুলিশি কার্যক্রম স্বাভাবিক করতে শিক্ষার্থীদের সহায়তা কামনা এসপি’র

সুনামগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

সুনামগঞ্জে কোটাসংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার এমএন মুর্শেদ। শুক্রবার নিজ কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যুক্ত সাধারণ শিক্ষার্থী, ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় ছাত্র আন্দোলন শুরুর পর থেকে তাদেরকে সংহতি জানানো গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

এ সময় এসপি বলেন, আন্দোলন চলাকালে সুনামগঞ্জে শিক্ষার্থীদের উপর গুলি চালানোর কোন নির্দেশনা ছিল না। কিন্তু মাঠ পর্যায়ে কিছু অতিউৎসাহী কর্মকর্তা নিজ দায়িত্বে এই অন্যায় আচরণ করেছেন আমরা জানতে পেরেছি। পরিস্থিতি স্বাভাবিক হলে অন্যায় যা কিছু হয়েছে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি বলেন, সরকার পতনের পর ভাংচুরের দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও জেলার কোথাও কোনো পুলিশ সদস্য আক্রান্ত হননি। বরং আমাদের করতে অনেকেই এগিয়ে এসেছেন। 
সুনামগঞ্জের আন্দোলন চলাকালে অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস ও সদর থানার ওসি খালেদ চৌধুরী কর্তৃক গুলি চালানোর বিচার দাবি করেন শিক্ষার্থীরা। 

সভায় পুলিশি কার্যক্রম স্বাভাবিক করতে ছাত্র সমাজের সহযোগিতা চান পুলিশ সুপার।

বিভি/এজেড

মন্তব্য করুন: