• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দৌলতপুরে সড়কে শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা

প্রকাশিত: ২১:৫৬, ১০ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
দৌলতপুরে সড়কে শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা

দৌলতপুরে সড়কে শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা

দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে সড়কে বিশৃঙ্খলার আশঙ্কা করা হচ্ছিলো। তবে প্রতিটা সড়কে শিক্ষার্থীদের নিজস্ব চেষ্টায় তেমন কোনো বিশৃঙ্খলা ঘটেনি। ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন শিক্ষার্থীরাই। এমন চিত্র দেখা গিয়েছে খুলনা জেলার দৌলতপুর থানার ব্যস্ততম সড়ক মহসিন মোড়েও।

ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর ভেঙে পড়ে দেশের আইনশৃঙ্খলা। তখন কর্মবিরতিতে যায় পুলিশ সদস্যরাও। ফলে রাস্তা হয়ে যায় ট্রাফিকশূন্য। কিন্তু যে শিক্ষার্থীরা আন্দোলন করে স্বৈরাচার পতন করেছেন, তারাই সড়কে শৃঙ্খলা ফেরাচ্ছেন। এর আগে নিজেরা সড়কে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনাও পরিষ্কার করেছেন।

শনিবার (১০ আগস্ট) বিকাল চারটার দিকেও মহসিন মোড়ের দৃশ্য দেখা যায় শিক্ষার্থীরা নিয়ম মেনে যান চলাচল করতে দায়িত্ব পালন করছেন। এই কর্মযজ্ঞ চলছে ৬ আগস্ট থেকেই। তবে আনসার বাহিনীর সদস্য ও স্কাউট সদস্যরাও কোথাও কোথাও যুক্ত হয়েছেন।

শিক্ষার্থীরা বলছেন, নতুন বাংলাদেশে তরুণ প্রজন্ম সকল নিয়ম মেনে চলবে এবং সবাইকে নিয়মের মধ্যে আনবে। তাই সড়কেও যেন কোনো অনিয়ম না হয়, সেদিকে আমরা খেয়াল রাখছি। ট্রাফিক পুলিশ দায়িত্ব না নেয়া পর্যন্ত শিক্ষার্থীরা সড়কে থাকবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: