• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনে আহতদের দেখতে বাড়িতে গেলেন জেলা প্রশাসক

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:৫৮, ১৮ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
টাঙ্গাইলে ছাত্র আন্দোলনে আহতদের দেখতে বাড়িতে গেলেন জেলা প্রশাসক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম। এসময় আহতদের পরিবারে সদস্যদের সাথে কথা বলেন। সেই সাথে চিকিৎসার ব্যয়ভার সরকারি ভাবে বহন করা হবে বলেও জানান।

রোববার সকালে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম বলেন, আহতদের চিকিৎসার খোঁজ খবর নেয়া হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় চিকিৎসার ব্যয়ভার বহন করার বিষয়ে জানিয়েছে। আমরা এ নিয়ে কাজ করছি। এসময় সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়া উল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান-বিন-মুহাম্মদ আলী, সেনাবাহিনীর ক্যাপ্টেন রেদওয়ান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী আব্দুল নুর তুষার, মো. আল আমিন, ইফফাত রাইসা নূহা প্রমুখ।

বিভি/এজেড

মন্তব্য করুন: