• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিজিবি’র বরাদ্দকৃত ঔষধ দেওয়া হলো সীমান্তবাসীকে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫২, ১৮ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
বিজিবি’র বরাদ্দকৃত ঔষধ দেওয়া হলো সীমান্তবাসীকে

চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত সীমান্ত এলাকার মানুষকে স্বাস্থ্যসেবা দিতে মেডিকেল ক্যাম্প করেছে বিজিবি। রবিবার (১৮ আগস্ট) শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক সেই আস্থা ও জনসেবার মূলমন্ত্রকে সামনে রেখে সীমান্ত পাহারার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে বিজিবি। এরই ধারাবাহিকতায় রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধীনস্থ তেলকুপি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার তেলকুপি কলমদর আলীম মাদ্রাসা মাঠে সীমান্তবর্তী সাধারণ জনগণের মধ্যে চিকিৎসা সেবা প্রদানে দিনব্যাপি এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

মেডিকেল ক্যাম্পে বিজিবি সদস্যদের জন্য বরাদ্দকৃত ঔষধ সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। ক্যাম্পে এ সময় ৫২০ জন পুরুষ, মহিলা ও শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়। বিজিবির এমন সামাজিক কর্মকাণ্ডের কারণে সীমান্তের অপরাধ প্রবণতা কমেছে বলেও জানান বিজিবি অধিনায়ক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, তেলকুপি বিওপি কমান্ডার ও অন্যান্য পদবীর সৈনিকগণ উপস্থিত ছিলেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: