এবার শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশ করতে মতবিনিময় সভা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মাগুরার ছাত্রদের লেখাপড়ায় মনোনিবেশ এবং সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষার্থীদের নিয়ে নানা কার্যক্রম শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আজ মাগুরা সরকারি বালক বিদ্যালয়ে স্কুলের প্রধান শিক্ষক বিএসএম শহিদুল ইসলামের সভাপতিত্বে শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের।
ছাত্র অন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দ্যোগে অনুষ্ঠিত সভায় আব্দুর রশিদের সঞ্চাননায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী কাজী সুমাইয়া ইসলাম তিশা।
উপস্থিত অতিথিরা স্কুলের শিক্ষার্থীদের সাথে শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের মানুষিক শক্তি সৃষ্টির গুরুত্ব আরোপ করেন। সেই সাথে বর্তমানে ছাত্র আন্দোলনের সমাপ্ত হওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়ায় ফিরে মনোযোগী হওয়ার জন্য আহ্বান জানানো হয়।
বিভি/এজেড
মন্তব্য করুন: