প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ছাত্রীদের ডিসি অফিস ঘেরাও

স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, অশোভন আচরণসহ বেশ কয়েকটি দাবী উল্লেখ করে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুখসানা পারভিন এর পদত্যাগে এক দফার দাবিতে বিক্ষোভ করেছে ৫ শতাধিক সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১১ টায় শিক্ষার্থীরা স্বাধীনতার বিজয় স্তম্ভ থেকে বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা শিক্ষা অফিসের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী অবরোধ করে। পরে জেলা প্রশাসকের অফিস ঘেরাও করে বিক্ষোভ করে।
পরে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফকে স্মারকলিপি প্রদান করে। জেলা প্রশাসক তাদেরকে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে।
বিভি/এজেড
মন্তব্য করুন: