• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে ডুবছে লক্ষ্মীপুরবাসীও

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৯, ২৩ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে ডুবছে লক্ষ্মীপুরবাসীও

লক্ষ্মীপুরে টানা বৃষ্টিতে ও মেঘনা নদীর অতিরিক্ত জোয়ারের পানি ঢুকে পড়ে প্লাবিত হয়েছে উপকূলীয় এলাকার কয়েকটি গ্রাম। এতে তলিয়ে যায় লোকালয়ের বসতবাড়িসহ ফসলি জমি।

কয়েকদিনের টানা বৃষ্টিতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ, তেয়ারীগঞ্জ,  কুশাখালী, চরশাহী ,কমলনগর উপজেলার তোরাবগঞ্জ, করইতলা ও চর লরেন্স, রামগতি উপজেলার চরপোড়াগাছাসহ  বিভিন্ন এলাকার গ্রামীন রাস্তাঘাট, শাকসবজির মাঠ জলাবদ্ধতায় ডুবে গেছে।  কোন কোন এলাকার বাড়ীঘরেও পানিঢুকে পড়েছে। এসব  গ্রামগুলোর মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। 

এদিকে মেঘনার জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে মতিরহাট, নাছিরগঞ্জ ও মতাব্বর হাটসহ উপকূলীয় গ্রামগুলো। জোয়ার আসলে চৌধুরী বাজার থেকে নাছিরগঞ্জ সড়কটির অধিকাংশ রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যায়। এতে যাতায়াতে করা যায় না। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ভাটা পড়লে যাতায়াত করতে হয়। অতি জোয়ারের পানিতে মাছের ঘের ভেসে গেছে। মেঘনা উপকূলে বেড়িবাঁধ না থাকায় রামগতি ও কমলনগর উপজেলার নদীর তীরবর্তী নীচু এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয় বলে স্থানীয়দের অভিযোগ।

এদিকে পৌর শহরের সমেসরাবাদ, বাঞ্চানগর, কলেজ রোডসহ বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে, বেশির ভাগ নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছেন এসব জায়গার বাসিন্দারা।

চরপোড়াগাছা এলাকায় পানিবন্দী শতাধিক পরিবার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিলেও তারা পায়নি কোন সরকারী বেসরকারী সহায়তা  । 

বিভি/এজেড

মন্তব্য করুন: