• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ধর্ষণের শাস্তির দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ১৮:৪৭, ২৭ আগস্ট ২০২৪

আপডেট: ২৩:০৫, ২৭ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ধর্ষণের শাস্তির দাবিতে বিক্ষোভ

খাগড়াছড়ির রামগড়ে এক পাহাড়ী নারীকে সংঘবদ্ধ ধর্ষণকারী মোঃ ইউসুফ, রানা, মোশাররফসহ যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার, রাঙ্গামাটি বনরুপায় এক পাহাড়ী নারী শিশুকে ধর্ষণকারী মোঃ হাবিবুর রহমান ও বান্দরবান নাইক্ষ্যংছড়িতে পাহাড়ী নারীকে ধর্ষণ চেষ্টাকারী মোঃ ফারুককে আইনানুগত শাস্তির দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকালে সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ী ছাত্র আন্দোলনের ব্যানারে শহরের কুমার সুমিত রায় জিমনেশিয়াম প্রাঙ্গণ হতে এক বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। 

সমাবেশে চট্টগ্রাম কলেজ অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী নিলা চাকমার সভাপতিত্বে ও বিকাশ চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের ছাত্র রিপুল চাকমা, রাঙ্গামাটি সরকারি কলেজ মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী উক্রাচিং মারমা, রাঙ্গামাটি সরকারি কলেজ অর্নাস চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুষ্টন চাকমা, শিক্ষার্থী কিকো দেওয়ান ও সংস্কৃতিকর্মী বিজ্ঞান্তর চাকমা। 

সংঘবদ্ধ ধর্ষক ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতারসহ কঠোর শাস্তির দাবিতে খাগড়াছড়িতে  বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে তিন পাহাড়ী নারী ধর্ষনের শিকার হয়েছে সেই ধর্ষণকারীদের এখনো কোন আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিচার না হওয়া অপরাধীরা পার পেয়ে যাচ্ছে বলে বার বার ধর্ষনের শিকার হতে হচ্ছে পাহাড়ের পাহাড়ী নারীদের। যার কারণে পার্বত্য চট্টগ্রামের নারীরা আজ নিরাপদ নয়। তাই অতিদ্রুত ধর্ষণকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবির পাশাপাশি পার্বত্য চুক্তি পূর্ণবাস্তবায়নসহ ১৯০০ সালে রেগুলেশন বাতিলের তাল বাহানা করা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবেও হুঁশিয়ারি দেন বক্তারা।

বিভি/এজেড

মন্তব্য করুন: