• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শেবাচিম হাসপাতাল ও কলেজ ক্যাম্পাসে চিকিৎসকসহ ১২ জনকে অবাঞ্চিত ঘোষণা

বরিশাল প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫১, ৩১ আগস্ট ২০২৪

আপডেট: ১৭:৫১, ৩১ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
শেবাচিম হাসপাতাল ও কলেজ ক্যাম্পাসে চিকিৎসকসহ ১২ জনকে অবাঞ্চিত ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরি অবস্থান গ্রহণ, আন্দোলনরত শিক্ষার্থী ও চিকিৎসকদের তালিকা প্রণয়ন করে সরকারি সংস্থার কাছে প্রদান, আন্দোলন বানচালের উদ্দেশ্যে শিক্ষার্থীদের হুমকি প্রদান, ভয়ভীতি প্রদর্শন, বিগত স্বৈরাচারী সরকারের অপরাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ এবং শিক্ষার্থীদের কটুক্তিভাষায় আক্রমণ করায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকসহ ১২ জনকে অবাঞ্চিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

শেবাচিমের অর্থোপেডিক্স ওয়ার্ডের সিনিয়র কনসালটেন্ট ডা. সুদীপ হালদার, বহিঃবিভাগের অর্থোপেডিক্স আবাসিক সার্জন ডা. মাসরেফুল ইসলাম সৈকত, মেডিকেল অফিসার ডা. শিরিন সাবিহা তন্বী, মেডিসিন ইউনিট-৪ এর ইন্টারনাল মেডিকেল অফিসার ডা. এ.এস.এম সায়েম এবং হাসপাতালের সাবেক পরিচালক ডা. বাকির হোসেন, শেবামেক কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এস.এম. সরোয়ারসহ ৬ ইন্টার্ন চিকিৎসকে হাসপাতাল ও কলেজের ক্যাম্পাসে আজীবনের জন্য অবাঞ্চিত ঘোষণা করেন শিক্ষার্থীরা। 

সাধারণ শিক্ষার্থী বলেন, ইন্টান চিকিৎসকরা নৈতিকভাবে তাদের পদে থাকার যোগ্যতা হারিয়েছে। তাই তাদেরকে হাসপাতাল চক্রর ও ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষনা করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং হাসপাতালের পরিচালক কার্যলয়ে ঘেরাও করে অনতিবিলম্বে তাদের বদলির ব্যবস্থা করার দাবি জানিয়েছে হাসপাতাল পরিচালকের কাছে লিখিত তালিকা প্রদান করা হয়। পরে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। পাশাপশি ইন্টার্ন চিকিৎসকদের ইন্টার্নশীপ ২ বছরের জন্য স্থগিত করার ঘোষণা দেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: