• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, আবার খোলা হলো ১৬টি জলকপাট 

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ২২:০১, ১৪ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, আবার খোলা হলো ১৬টি জলকপাট 

গত ৯ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া পর গত কয়েকদিনের ক্রমাগত বৃষ্টিতে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানি বাড়ায় ফের শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টা হতে কাপ্তাই কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীল ওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খোলে দেওয়া হয়েছে।

এতে প্রতি সেকেন্ড এ ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে গিয়ে আছঁড়ে পড়ছে। সন্ধ্যা ৬ টা পর্যন্ত কাপ্তাই লেকের পানির লেভেল ১০৮.৫৫ ফুট মীন সি লেভেল। আজ সন্ধ্যা ৬ টা ৩ মিনিট এ বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই কর্ণফুলী  পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের।

গত ২৫ আগস্ট সকাল ৮ টায় প্রথম ধাপে পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট ৬ ইঞ্চি করে খোলে দেওয়া হয়েছিল।পরবর্তীতে পানি কমে আসায় গত ৯ সেপ্টেম্বর ১৬ টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন: