• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভিসি নিয়োগের দাবিতে সড়ক অবরোধ, ঢাকা-রংপুর যোগাযোগ বন্ধ

রংপুর ব্যুরো

প্রকাশিত: ১৪:৪৭, ১৬ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
ভিসি নিয়োগের দাবিতে সড়ক অবরোধ, ঢাকা-রংপুর যোগাযোগ বন্ধ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী শিক্ষক ও সাধারন শিক্ষার্থীরা। অবরোধের কারনে রংপুর-ঢাকা-কুড়িগ্রাম-দিনাজপুর মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সৎ, যোগ্য ভিসি নিয়োগ না দেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা আন্দোলনকারীদের।

ভিসি নিয়োগের ৪৮ ঘন্টার আল্টিমেটাম অনুযায়ী সোমবার সকালে নগরির মর্ডাণমোড়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের দাবি, আবু সাঈদ জীবন দেওয়ার পর পুরো দেশের আন্দোলনে গতি বাড়ে। সেই আবু সাঈদের ক্যাম্পাসে কোনো বৈষম্য মানা হবে না। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রায় এক মাস থেকে ভিসি শুন্য। ভিসি না থাকায় বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা বিরাজ করছে। 

এর আগে ভিসি নিয়োগের দাবিতে শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধনে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। 

৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর একে একে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, প্রভোস্টসহ গুরুত্বপূর্ণ পদে থাকা প্রায় ৪০ জন ব্যক্তি পদত্যাগ করেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: