দু’ঘন্টা পর মহাসড়ক ছাড়লেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের দাবি আদায়ে প্রায় দু’ঘন্টা পর উত্তরের সাথে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের দাবিতে সোমবার সকাল সাড়ে ১১ টায় নগরীর মডার্ন মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।
অবরোধের কারনে রংপুর-ঢাকা-কুড়িগ্রাম-দিনাজপুর মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। দ্রুত সময়ের মধ্যে সৎ, যোগ্য ভিসি নিয়োগ না দেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারীদের। দুপুর দেড়টায় প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ থেকে সরে আসেন আন্দোলনকারীরা।
ভিসি নিয়োগের ৪৮ ঘন্টার আল্টিমেটাম অনুযায়ী এইদিন দু’ঘন্টা সড়ক অবরোধ করে রাখা হয়। শিক্ষার্থীদের দাবি, আবু সাঈদ জীবন দেওয়ার পর পুরো দেশের আন্দোলনে গতি বাড়ে। সেই আবু সাঈদের ক্যাম্পাসে কোনো বৈষম্য মানা হবে না। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রায় এক মাস থেকে ভিসি শুন্য। ভিসি না থাকায় বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা বিরাজ করছে।
এর আগে ভিসি নিয়োগের দাবিতে শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধনে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর একে একে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, প্রভোস্টসহ গুরুত্বপূর্ণ পদে থাকা প্রায় ৪০ জন ব্যক্তি পদত্যাগ করেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: