• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সাঁতার শিখতে গিয়ে নিখোঁজ বাবা-মেয়ের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৯, ২৬ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
সাঁতার শিখতে গিয়ে নিখোঁজ বাবা-মেয়ের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ধলেশ্বরী নদীতে সাতার শিখতে গিয়ে নিখোঁজ হন রাফসা নামের এক শিশু। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে তার বাবা মহিদুর রহমানও নিখোঁজ হন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে গতকাল বুধবার সকাল ৮টার দিকে সদর উপজেলার বারাহিরচর গ্রামে এই ঘটনা ঘটে।

আরিচাস্থল কাম নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার দেওয়ান মো. জাহিদুর রহমান জানান, পেশায় ব্যবসায়ী মহিদুর রহমান তার নয় বছরের শিশু কন্যাকে সাতার শেখাতে বাড়ির পাশের নদীতে যান। পেটে দুটি বোতল বেধে মেয়েকে তিনি নদীতে ছেড়ে দেন। কিছু সময় পর মুখ খুলে বোতলে পানি ঢুকলে রাফসা তলিয়ে যায়। পরে মেয়েকে উদ্ধার করতে গিয়ে মহিদুরও নিখোঁজ হন।

তিনি আরও জানান, খবর পেয়ে গতকাল বুধবার সকাল ১০টা থেকে সিংগাইর ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ১০ জন এবং ডুবুরি দলের ৫ সদস্য তাদের উদ্ধারে কাজ করে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন: