• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে জীবন দিলেন স্ত্রী

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ২০:১৩, ২৬ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে জীবন দিলেন স্ত্রী

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হন স্বামী বিধান চন্দ্র (৩১)।এ সময় তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তার স্ত্রী কমলিও (২৬)। পরে মাটিতে লুটিয়ে পড়ে স্বামী-স্ত্রী দুজনেই ঘটনাস্থলে মারা যান। নিজ বাড়িতে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জের পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে তাদের মৃত্যুর ঘটনা ঘটে।  

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর (খোলা মন্ডলের বাজার) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বিধান চন্দ্র ওই গ্রামের বিজয় চন্দ্রের ছেলে। বিধান চন্দ্র পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। বিধান ও কমলি দম্পতির ৫ বছরের এক ছেলে সন্তান রয়েছে। 

স্থানীয়রা জানায়, নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগে অটোরিকশা চার্জে দেয় বিধান চন্দ্র। সকাল সাড়ে ৯টার দিকে সেই সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বিধান চন্দ্র। এসময় তার চিৎকার শুনে স্ত্রী কমলি তাকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। এক পর্যায়ে দুজনে মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে রসুলপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. বেলাল হোসাইন বলেন, সকাল থেকেই বৃষ্টি পড়ছিলো। বৃষ্টির মধ্যেই নিজ বাড়িতে অটোরিকশা চার্জের পর বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে প্রথমে বিধান চন্দ্র ও পরে তার স্ত্রী কমলি বিদ্যুৎস্পৃষ্ট ঘটনাস্থলেই মারা যান। বিদ্যুৎস্পৃষ্ট স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।  

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অসতর্কতার কারণে বিদ্যুৎস্পৃষ্ট স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: