• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ছোট ভাইয়ের লাথিতে প্রাণ গেল বড় ভাইয়ের!

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৫, ২৮ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
ছোট ভাইয়ের লাথিতে প্রাণ গেল বড় ভাইয়ের!

প্রতীকী ছবি

গাইবান্ধায় সৎ ছোট ভাই, বড় ভাইয়ের গোপন অঙ্গে লাথি মারায় বড় ভাই আব্দুল মমিন প্রধান (৬২) নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহত আব্দুল মমিন প্রধান গাইবান্ধা সদর উপজেলা সাহাপাড়া ইউনিয়নের নয়ন সুখ গ্রামে মৃত আলম উদ্দিন প্রধানের ছেলে। এ বিষয়ে তার ছেলে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

অভিযোগে জানা যায়, দীর্ঘদিন থেকে নিহত আব্দুল মমিন প্রধান এর সাথে তার সৎ ভাই  আমিরুল ও আনোরুল এর সাথে জমিজমা নিয়ে বিরোধ ছিল। মোট ৬ শতক নিয়ে ছিল তাদের দ্বন্দ্ব। এর আগে এই জমি নিয়ে স্থানীয়ভাবে চেয়ারম্যান ইউপি সদস্য দিয়ে মীমাংসা করা হয়। তবে এই দুই সৎ ভাই এই মীমাংসা না মেনে নিয়ে আবার শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে আব্দুল মমিন প্রধানের সাথে সেই জমির স্থানে তর্ক বিতর্ক শুরু করে।

এক পর্যায়ে নিহত মমিন প্রধানকে একা পেয়ে পেছন দিক থেকে লাঠি দিয়ে মাথায় জোরে আঘাত করে আনোরুলের ছেলে আওলাদ মিয়া। এরপর তার সৎ ভাই আমিরুল আব্দুল  প্রধানের গোপনাঙ্গে বেশ কয়েকবার লাথি মারে। তারপর নিহতের ছেলে ছায়েল প্রধান বাঁচাতে আসলে তাকেও মারধর শুরু করে। এছাড়া নিহতের ছেলের স্ত্রী রোকসানা বেগম সেখানে গেলে তাকেও জখম করে।

এরপর এলাকাবাসী ও পরিবারের স্বজনরা দ্রুত তাকে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাতে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেলে রেফার্ড করেন। পরে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান তিনি।
 
বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার উপ পুলিশ পরিদর্শক (এস আই) মিজান। তিনি জানান, এ ঘটনায় নিহতের ছেলে গাইবান্ধা সদর থানায় একটি মামলার আবেদন করেছেন। অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: