দেড় কোটি টাকার ভূতুড়ে বিল হয়ে গেল সাড়ে ১৬ হাজার!

নাটোরে জালাল উদ্দিন চাল কলের এক মাসের বিদুৎ বিল এক কোটি ৫২লাখ ৫১হাজার ৩১১ টাকা সংশোধন করে ১৬ হাজার ৬২০ টাকা করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১। এঘটনায় বিলিং সহকারি জেসমিন আক্তার মেরিনাকে শোকজ করা হয়েছে। এছাড়া সংশোধিত বিলটি জরিমানা ছাড়াই পরিশোধ করার জন্য বলা হয়েছে বলে জানান, মহাব্যবস্থাপক।
মহাব্যবস্থাপক ফকরুল আলম বলেন, বিলিং সহকারি কম্পিউটারে বিল পোস্টিং করতে গিয়ে টাইপিংয়ে ভুল করেন। পরে প্রিন্টটেড বিলটি চেক না করে গ্রাহকের কাছে পৌঁছে দেন বিতরণকারী। এমন ভুল সাধারণত হয়না। সংশোধিত বিল গ্রাহকের কাছে পৌঁছে দেয়া হয়েছে। এ ঘটনায় বিলিং সহকারী জেসমিন আক্তার মেরিনাকে শোকজ করা হয়েছে বলেও জানান, তিনি।
উল্লেখ্য, নাটোর লক্ষীপুর খোলাবাড়িয়া মো.জালাল উদ্দিনের চালকলে গড়ে প্রতিমাসে বিদ্যুৎ বিল আসে ১২ থেকে ১৫ হাজার টাকা। আগস্ট মাসের বিল আসে ১ কোটি ৫২লাখ ৫১হাজার ৩১১ টাকা। আর ২৪ সেপ্টেম্বরের মধ্যে বিল পরিশোধ করতে বলা হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে।
বিভি/এজেড
মন্তব্য করুন: