• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সন্তানদের নিয়ে পলিটিক্স করবেন না: এম সাখাওয়াত হোসেন

প্রকাশিত: ১৯:৪৪, ৫ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
সন্তানদের নিয়ে পলিটিক্স করবেন না: এম সাখাওয়াত হোসেন

ছবি: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন

পাট ও বস্ত্র এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, পলিটিক্স করবেন না। পলিটিক্স করে এই দেশটাকে আপনারা কি করেছেন দেখেন। কোন কিছুতেই হাত দেয়া যাচ্ছে না। টাকা পয়সা ছাড়া আর কোন কিছু হয় না। পয়সা দাও সব ঠিক হয়ে যাবে।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে নরসিংদী তাঁত শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন ও অভিভাবক-শিক্ষার্থীদের সাথে মত বিনিময়কালে অভিভাবকদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। 

এসময় তিনি বলেন, সন্তানদের নিয়ে পলিটিক্স করবেন না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পনের শতাধিক ছাত্র-জনতা শহীদ হয়েছেন। যারা বেঁচে আছে তাদের চোখ নাই, হাত নাই, পা নাই। আপনারা দেখেন নাই। আপনারা যান, দেখেন। এই রাজনীতি কি করেছে। কয়েক হাজারের মতো ছেলে চোখে দেখবে না। এই লজ্জা আমরা কোথায় রাখব।

এর আগে সকালে মাধবদীর বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, বিদ্যুৎ শুধু নরসিংদীতেই সমস্যা নয়। এই সমস্যা সারা বাংলাদেশের। বিদ্যুতের বিষয়ে অনেকগুলো প্রকল্প নেয়া হয়েছে। পরিকল্পনাগুলো সুদূরপ্রসারী। বিদ্যুৎ তো আজকে বললে কালকেই উৎপাদন হয় না। কিছুদিন আগে নেপালের সাথে ৫০ মেগাওয়াট বিদ্যুতের জন্য চুক্তি করেছি। বিদ্যুতের জন্য সোলারই হচ্ছে আমাদের এখন একমাত্র ভবিষ্যত। 

পরে তিনি নরসিংদীর ইউএমসি জুট মিল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন,  নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আব্দুল হান্নান, ইউএমসি জুট মিলের ডিজিএম মতিউর রহমান মন্ডল, নরসিংদী তাঁত শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউটেরর অধ্যক্ষ মাহমুদ হোসেন প্রমুখ। 

 

বিভি/এআই

মন্তব্য করুন: