• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাফিয়া-সাফার লাশ মিললো পুকুরে, এলাকায় শোকের ছায়া

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৩, ৬ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
রাফিয়া-সাফার লাশ মিললো পুকুরে, এলাকায় শোকের ছায়া

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে। রবিবার (৬ অক্টোবর) সকালে উপজেলার কুশারীগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম ডন।

মারা যাওয়া শিশুরা হলেন, কুশারীগাঁও গ্রামের দেলোয়ারের মেয়ে রাফিয়া(৫) ও সুমন ইসলামের ছেলে সাফা (৩)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

পুলিশ জানায়, সকালে কুশারীগাঁও গ্রামের দেলোয়ারের মেয়ে রাফিয়া (৫) এবং সুমন ইসলামের ছেলে সাফা (৩) সকালে বাসায় খেলার এক পর্যায়ে বাসা থেকে বের হয়ে যায়। এরপর পরিবারের লোকজন তাদের খুঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশে পুকুরের তাদের মরদেহ ভাসতে দেখে। 

এ সময় স্থানীয়রা মৃত অবস্থায় উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: