পাহাড়ি ঢলে এবার বন্যায় ডুবছে নেত্রকোনার পাঁচ উপজেলা

বন্যাকবলিত নেত্রকোনার আরও তিন উপজেলা। প্লাবিত ২৫ ইউনিয়নের একশ ২৩টি গ্রামের নিম্নাঞ্চল। ভারীবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার পানি ঢুকেছে সদর, পূর্বধলা ও বারহাট্টা উপজেলায়। দুর্গাপুর, কলমাকান্দার পরিস্থিতি অপরিবর্তীত।
উব্দাখালী নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। সোমেশ্বরী ও কংস নদের পানি কিছুটা কমেছে। ধনু, নেতাই, মহাদেও, মঙ্গলেশ্বরী, মগড়াসহ ছোট-বড় নদ-নদীর পানি স্থিতিশীল। আকস্মিক বন্যায় পাঁচ উপজেলায় ১৮ হাজার একশ চার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।
এদিকে শেরপুরে মহারশী ও সোমেশ্বরীর পানি কমে যাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। শতাধিক গ্রাম থেকে পানি নামছে ধীরে ধীরে। তবে এখনো প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দী। পানির ঢলে ভেঙে গেছে বিভিন্ন সড়ক।
ময়মনসিংহের ধোবাউড়ায় অনেক এলাকায় পানি কমেছে। এখনো পানিবন্দি কয়েক হাজার মানুষ। বিশুদ্ধ পানির সংকটে ভুগছে বন্যার্তরা। তলিয়ে গেছে প্রায় ১২ হাজার হেক্টর আমন ধানের জমি।
বিভি/এজেড
মন্তব্য করুন: