গুলিতে নিহত আসিফের বাড়িতে হাজির ডেপুটি অ্যাটর্নি জেনারেল

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ঢাকার নর্দান ইউনিভার্সিটির মেধাবী ছাত্র সাতক্ষীরার আসিফ হাসানের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ খবর নিয়েছেন বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সুপ্রীম কোর্টের আইনজীবী শেখ জুলফিকার আলম শিমুল।
শুক্রবার বিকালে তিনি তার গ্রামের বাড়ি দেবহাটা উপজেলার আস্কারপুর গ্রামে যান। এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জজ আদালতের আইনজীবী এ.বি.এম সেলিম, সরদার সাইফ, নুরুল আমিন, মিজানুর রহমান বাপ্পী, এ্যাড. এমএ শহিদ, তোহা কামাল উদ্দিন, সোহরাব হোসেন বাবলু, আমিনুল ইসলাম, সালাহউদ্দিন, রাজু আহমেদসহ অন্যান্যরা।
আইনজীবীদের প্রতিনিধি দলটি শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত শেষে তার বাবা মাসুদ আলমসহ পরিবারের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। এসময় তিনি তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
গত ১৮ জুলাই ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন সাতক্ষীরার মেধাবী ছাত্র আসিফ হাসান।
বিভি/এজেড
মন্তব্য করুন: