মদপানে জীবন গেল কলেজছাত্রী পূজা ও রত্নার

ফরিদপুর শহরের আলিপুর মহল্লার কানাই মাতুব্বরের মোড় এলাকায় একটি ভাড়া বাসা থেকে তাদের শুক্রবার মধ্যরাতে হাসপাতালে নেওয়া হয়।
এরা হলেন, মাগুরার শালিথা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে পূজা বিশ্বাস (২০) এবং বোয়ালমারী উপজেলার আমগ্রামের রতন কুমার সাহার মেয়ে রত্না সাহা (২৪)।
তারা দু'জনেই ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী ছিলেন। এদের মধ্যে পূজা বিশ্বাস অনার্স প্রথম বর্ষে আর রত্না ডিগ্রীর ছাত্রী ছিলেন। শহরের আলীপুরের একটি বাসায় ভাড়া থাকতেন তারা।
জানা যায়, শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় দুর্গাপূজা দেখে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন তারা।তাদের বাসায় থাকা অপর চাকরিজীবী নারী বিথি সাহা জানান, ক্রমশ অবস্থায় অবনতি ঘটলে মধ্যরাতে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
হাসপাতাল সূত্র জানায়, মধ্যরাতে হাসপাতালে নেওয়ার পর নিহতদের একজনকে মৃত ঘোষণা করা হয়। অপরজন চিকিৎসাধীন অবস্থায় রাত ৪টার দিকে মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, চিকিৎসকের রিপোর্ট অনুযায়ী অ্যালকোহল পানে তাদের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: