নবগঙ্গার পাড়ে চাপাকান্না, ভাঙছে নদী, নিঃস্ব হচ্ছে মানুষ (ভিডিও)
ভাঙছে নদী, নিঃস্ব হচ্ছে মানুষ। দিশেহারা নদী তীরবর্তীরা। নবগঙ্গা নদীর অব্যাহত ভাঙনে দিশেহারা নড়াইলের কালিয়া উপজেলার বেশ কয়েকটি গ্রামের মানুষ।
নদী গর্ভে চলে গেছে অর্ধশতাধিক বসতভিটার কাঁচাপাকা ঘর, গাছপালা, ফসলি জমি। ঝুঁকিতে মসজিদসহ বিভিন্ন স্থাপনা। সব হারিয়ে খোলা আকাশের নীচে মানবেতর দিন কাটছে অনেকের।
সেপ্টেম্বরের মাঝামাঝিতে নড়াইলের কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামে শুরু হয় নবগঙ্গা নদীর তীব্র ভাঙন। নদীগর্ভে গেছে প্রায় এক কিলোমিটার জায়গা। ভাঙনের তীব্রতায় ঘরবাড়ি সরিয়ে নিতে বাধ্য হয়েছেন অনেকে। হুমকিতে আছে আরো অনেক স্থাপনা।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যশোর সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী (অ. দা.) মোঃ সবিবুর রহমান জানিয়েছেন, ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণই সমাধান হতে পারে।আর এই প্রকল্প তৈরি করে নেয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।
ভাঙন রোধে এর আগে জনপ্রতিনিধারা স্থায়ী সমাধানে নানা প্রতুশ্রুতি দিলেও বাস্তবয়নে ছিলনা কোনো উদ্যোগ। আশ্বাস নয়, দ্রুত কার্যকর ব্যবস্থা চায় ভুক্তভোগীরা।
বিভি/এজেড
মন্তব্য করুন: