• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দীঘিনালায় রাতে গোলাগুলি, সকালে একজনের মরদেহ পেল পুলিশ 

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১২:০১, ১৫ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
দীঘিনালায় রাতে গোলাগুলি, সকালে একজনের মরদেহ পেল পুলিশ 

খাগড়াছড়ির দীঘিনালায় পোমাং পাড়ায় গুলিতে একজন নিহত হয়েছে। নিহত স্বর্ণ কুমার ত্রিপুরা (৪৫) পেশায় একজন বাবুর্চি। উপজেলার পোমাং পাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে। সে ঐ গ্রামের মৃত বদন কুমার ত্রিপুরা ছেলে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত (ওসি)  মুহাম্মদ জাকারিয়া জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে পোমাং পাড়ায় গুলির শব্দ শুনতে পান এলাকাবাসী। কিন্ত রাতে ভয়ে কেউ ঘর থেকে বের হয়নি। মঙ্গলবার ভোরে খবর পেয়ে বাড়ির কাছ থেকে নিহত স্বর্ণ কুমার ত্রিপুরা গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পিঠে ৫ রাউন্ড গুলির চিহ্ন রয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, নিহত স্বর্ণ কুমার ত্রিপুরা পেশায় একজন বাবুর্চি। দীঘিনালার পোমাং পাড়ায় রাতে গ্রাম পাহাড়া দিচ্ছিলেন তিনি। রাত ২ টার মধ্যে গুলির শব্দ শুনতে পান এলাকাবাসী। তাদের ধারণা, পাহাড়ের একটি আঞ্চলিক সংগঠনের গুলিতে নিহত হয়েছে স্বর্ণ কুমার ত্রিপুরা। পোমাং পাড়ায় আঞ্চলিক একটি সংগঠনের আনাগোনা রয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: