সীমান্তে ভারতীয় খাসিয়া নাগরিকের গুলি, ২ বাংলাদেশি আহত

ফাইল ছবি
সীমান্তে ভারতীয় খাসিয়া নাগরিকের গুলিতে বাংলাদেশি ২ যুবক আহত হয়েছেন। রবিবার (২০ অক্টোবর) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের তুরুং এলাকার ১২৬০ পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন তুরুং গ্রামের বাবলু কন্দজানির ছেলে সুমন কন্দজানি (২৩) ও সুলেমান মিয়ার ছেলে জয়নাল মিয়া (২৫)।
স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে সুমন ও জয়নাল ভারত থেকে কমলা–সুপারি আনতে ১২৬০ পিলারের অভ্যন্তরে গেলে ভারতের রেতুয়া নামক এলাকা থেকে ভারতীয় খাসিয়াদের গুলিতে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেন।
এ বিষয়ে উত্তর রণিখাই ইউনিয়নের মাস্টার ফয়জুর রহমান জানান, তিনি লোকমুখে শুনেছেন, তিনটি গুলি ছুড়েছে খাসিয়া। এতে সুমন ও জয়নাল মিয়া আহত হন। এর মধ্যে জয়নাল মিয়ার অবস্থার গুরুতর।
৪৮ বিজিবির দমদমা ক্যাম্পের কমান্ডার জানান, লোকমুখে শুনেছি পরে বিএসএফকে জানানোর পর তারা অস্বীকার করেছে। তারা বলেছে, হয়তো খাসিয়ারা গুলি করতে পারে। খাসিয়া মানুষ দেখলেই এমনে গুলি করে।
বিভি/এজেড
মন্তব্য করুন: