• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলি, একই পরিবারের ৩জন নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৪, ২১ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলি, একই পরিবারের ৩জন নিহত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সকালে উখিয়া ১৭নং ক্যাম্পে এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প-১৭ এক্স ব্লকের বাসিন্দা আহাম্মদ হোসেন (৬৫), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) ও মেয়ে আসমা বেগম (১৫)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ বিষয়টি নিশ্চিত করে বলেন অস্ত্রধারীরা সকালে ঘরে ডুকে একই পরিবারের তিনজনকে গুলি করে হত্যা করেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে। তবে কী কারণে হত্যা করা হয়েছে সেটি এখনো জানা যায়নি। 

সকাল থেকে ৮ এপিবিএন এর বিশেষ দল রোহিঙ্গা ক্যাম্প অপরাধীদের অভিযান চালিয়ে যাচ্ছে। ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক আছে বলে দাবি এপিবিএন পুলিশের ।

বিভি/এজেড

মন্তব্য করুন: