• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হত্যার প্রতিবাদ বিচারের দাবিতে নরসিংদীতে জামায়াতের গণসমাবেশ

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৪, ২৫ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
হত্যার প্রতিবাদ বিচারের দাবিতে নরসিংদীতে জামায়াতের গণসমাবেশ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনে শহীদদের মাগফিরাত, আহতদের সুস্থতা কামনার পাশাপাশি ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতা-কর্মী কর্তৃক ঢাকার পল্টনে জামায়াত-শিবিরের কর্মীদের হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে গণসমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৫ অক্টোবর)  বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার পাঁচদোনার নেহাব প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে। 

পাঁচদোনা ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের আয়োজনে ও  ইউনিয়ন শাখার আমীর মোহাম্মদ আলীর সভাপতিত্বে গণসমাবেশটি অনুষ্ঠিত হয়েছে। 

জেলা সেক্রেটারি ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা অধ্যক্ষ মো. আমজাদ হোসাইন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

তাছাড়াও পলাশ উপজেলার আমীর মাওলানা আবুল কাশেম সিকদার, সেক্রেটারি জেনারেল মো. মাসুদ করিম, উপজেলা শুরা সদস্য ফয়সাল আহমেদ ও আব্দুস সালাম, ডাঙ্গা ইউনিয়ন আমীর মো. আল আমীন এবং ৮ নং ওয়ার্ড সদস্য শাহাবুদ্দিন এ সময় বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনে নিহতদের প্রতি মাগফিরাত কামনা ও ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতা-কর্মীদের লগি বৈঠা দিয়ে ছাত্রশিবির ও জামায়াতের ইসলামী নেতা-কর্মীদের হত্যার বিচার দাবি করা হয়।

বৈষম্যমুক্ত ইসলামী সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে  ফ্যাসিস্ট আওয়ামী লীগের যড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত থাকার আহবান জানান।

জেলা সেক্রেটারি আমজাদ হোসাইন বলেন, "ভারতের পরিকল্পনায় জামায়াতে ইসলামীকে এ দেশকে মুছে ফেলতে পরিকল্পিতভাবে আমাদের নেতাদের যুদ্ধাপরাদের নামে মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ফ্যাসিস্ট সরকার সরকার। আমাদের নিরাপরাধ নেতাদেরকে যুদ্ধাপরাধের বিচারের নামে হত্যাকাণ্ড করায় আমরা আওয়ামী লীগের বিচার চাই।

তিনি আরও বলেন, ছাত্ররা আন্দলোন করে দেশকে উন্নয়ন ও বৈষম্যমুক্ত দেশ গঠন করতে চেয়েছিল কিন্তু গত ১৬ বছরে আওয়ামী লীগ দেশ থেকে টাকা লুঠপাট করে তলা বিহীন ঝুঁড়িতে পরিণত করেছে। এ ফ্যাসিস্ট যেন পুনরায় জনগণের কাঁধে ভর করতে না পারে সেই জন্য জনগণকে সজাগ থাকতে হবে এবং ব্যালটের মাধ্যমে সঠিক ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: