চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের সমাবেশ

সংখ্যালঘু নির্যাতনের বিচারে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নসহ ৮ দফা দাবি আদায়ে চট্টগ্রামে সমাবেশ করেছে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ।
শুক্রবার বিকেলে নগরীর লালদিঘী মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন অংশ নেয়।
সমাবেশে বক্তারা, দুর্গাপূজা ছুটি একদিন বাড়িয়ে দুই দিন করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান। তবে তারা ৫ দিন পূজার ছুটির দাবি জানিয়ে আসছিলো বলে জানান। অবিলম্বে সনাতন সম্প্রদায়ের বাকি ৮ দফা মেনে নেয়ার আহবান জানান বক্তারা। অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুমকি দেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: