• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ট্রাকের ধাক্কায় চুরমার সিএনজি, সড়কেই ঝরলো ৬ প্রাণ

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১২, ২৬ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
ট্রাকের ধাক্কায় চুরমার সিএনজি, সড়কেই ঝরলো ৬ প্রাণ

নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে সিএনজিচালক ও ১ নারীসহ ৬ জন নিহত হয়েছেন। শনিবার দুপুর পৌনে ১টার দিকে ইটাখোলা-মনোহরদী সড়কের শিবপুর উপজেলার পঁচারবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষনিক নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। সিএনজিচালিত অটোরিকশাটি চুরমার হয়ে গেছে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, শিবপুরের ইটাখোলা মোড় হতে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা মনোহরদী যাওয়ার পথে পঁচারবাড়ি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার চালক ও ১ নারী যাত্রীসহ ৬ জনের মৃত্যু হয়। 

খবর পেয়ে ট্রাকের নীচে চাপা পড়া সিএনজিতে থাকা যাত্রীদের মৃত অবস্থায় উদ্ধার করে দমকল বাহিনীর কর্মীরা। নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন। 

বিভি/এজেড

মন্তব্য করুন: