• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হঠাৎ ভেঙে পড়ল ব্রিজের পাশের রাস্তা, চরম ঝুঁকিতে যান চলাচল

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৯, ২৬ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
হঠাৎ ভেঙে পড়ল ব্রিজের পাশের রাস্তা, চরম ঝুঁকিতে যান চলাচল

ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা শহরের ঢাকা রোড বাস স্ট্যান্ড সংলগ্ন নবগঙ্গা নদীর উপর সুইচগেটের এক অংশ গত রাতের বৃষ্টিতে ভেঙে পড়েছে নদী গর্বে। 

গুরুত্বপূর্ণ এই মহাসড়ক দিয়ে সকাল থেকে দূরপাল্লার ভারী যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানবাহনের যানজট শুরু হয়েছে। যদিও তাৎক্ষণিকভাবে অস্থায়ী পানি উন্নয়ন বোর্ড সংস্কারের এর কাজ শুরু করেছে। 

মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন জানান, অতি বৃষ্টির কারণে ব্রীজটির সাইড ওয়ালসহ রাস্তার কয়েক ফিট অংশ ভেঙে পড়েছে নদীর মধ্যে। যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। ইতিমধ্যে অস্থায়ী সংস্কার কাজ শুরু করেছেন বলে জানান তিনি।

বিভি/এজেড

মন্তব্য করুন: