পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা

জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের পার্বত্য অন্তবর্তীকালীন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়েছে।
বৃস্পতিবার (৭ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম।এতে খাগড়াছড়ি জেলা পরিষদে প্রথমবারের মত নতুন নারী চেয়ারম্যান হলেন জিরুনা ত্রিপুরা।
পুনর্গঠিত ১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলো- বঙ্গমিত্র চাকমা, অনিময় চাকমা, নিটোল মনি চাকমা, মাহবুবুল আলম, শেফালিকা ত্রিপুরা, নিটোল মনি চাকমা, ধনেশ্বর ত্রিপুরা, প্রশান্ত কুমার ত্রিপুরা, মো: শহিদুল ইসলাম (সুমন), জয়া ত্রিপুরা, এ্যাডভোকেট মনজিলা সুলতানা,কংজপু মারমা, কুমার সুইচিংপ্রু সাইন, সাথোয়াইপ্রু চৌধুরী, প্রফেসর আবদুল লতিফ।
প্রজ্ঞাপনে বলা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭ এর ১৬ক। (৪) উপধারা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪ এর ২(২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার ১৫ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্র্বতীকালীন পরিষদ পুনর্গঠন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ১০ ডিসেম্বর, ২০২০ তারিখের ২৯.০০.০০০০.২১৪, ০১, ২২৪, ১৮-১৫৪ নম্বর প্রজ্ঞাপন দ্বারা গঠিত পরিষদ বাতিল করা হইল। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হইবে।
বিভি/এজেড
মন্তব্য করুন: