এ যেন জাদুর টিউবওয়েল, অনবরত পানি ঝরছে ঝরনার মতো (ভিডিও)
এ যেন জাদুর টিউবওয়েল। লাগানো নেই বৈদ্যুতিক মটর। চাপতে হচ্ছে না হাতল। তবুও একটানা পানি উঠছে টিউবওয়েলে। ঝরণার পানির মতো অনবরত ঝরছে পানি। আর এই পানি দিয়ে হাত-মুখ ধোয়া থেকে গৃহস্থলির কাজসহ ব্যবহার হচ্ছে সব কাজে। এমন অনবরত পানি বের হওয়ায় এলাকায় আগ্রহ ও উদ্বেগের জন্ম দিয়েছে।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পার শ্রীরামপুর গ্রামে এমন দুটি টিউবওয়েলের সন্ধান মিলেছে। স্থানীয় বাসিন্দারা জানান, পার শ্রীরামপুর গ্রামের পালপাড়ার রাস্তার পাশে চিত্রা নদীর ধারে বাড়ির কাজের জন্য টিউবওয়েল দুটি স্থাপন করে স্থানীয় দুই বাসিন্দা রনজিত ও অনিল। প্রথমে বিষয়টি অবাক লাগলেও এখন অনেকের কাছে তা স্বাভাবিক ঘটনা। অনেকে আবার প্রথম দেখে হতবাকও হচ্ছেন।
পথচারী ও পাশের এলাকার মানুষ এসে এমন পানি উঠা দেখে অবাক বনে যাচ্ছেন। গত ৪ মাস আগে থেকে এখন পর্যন্ত অনবরত পানি বের হচ্ছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: