• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কাপড় থেকে শহীদ কাইয়ুমের ঘ্রাণ নিচ্ছেন মা-বাবা (ভিডিও)

নজমুল হুদা শাহীন, সাভার

প্রকাশিত: ১৮:৫২, ১৭ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ

মায়ের কপালে চুমু এঁকে বেরিয়ে পড়েন বাড়ি থেকে। যোগ দেন বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলে। তবে সাভার বাসষ্ট্যান্ডে ছাত্রজনতার অবস্থান লক্ষ্য করে পুলিশ মুহুমুহু গুলি চালে তাতে বিদ্ধ হন আবদুল কাইয়ুম। তাকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার একদিন পর গত ৬ আগস্ট তার মৃত্যু হয়। 

কাইয়ুম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগ থেকে অনার্স পাশ করে মাস্টার্সে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। পিতা কফিল উদ্দিন পেশায় একজন গাড়ীচালক। তবে গত দুই বছর ধরে অসুস্থতার কারনে আর গাড়ী চালাতে পারছেননা। 

আর তাই পাড়াশোনার পাশাপাশি বিভিন্ন ছোটখাটো ব্যবসার মাধ্যমে পরিবারকেও সহযোগিতা করে আসছিলেন কাইয়ুম। হঠাৎ ছেলের এমন মৃত্যুতে দিশেহারা মা-বাবা। কাইয়ুমের বইপত্র, ব্যবহার করা জামা কাপড় থেকে সন্তানের সুভাস নিতে চেষ্টা করছেন তারা। 

প্রতিবেশী ও স্বজনদের কাছেও কাইয়ুম ছিলেন একজন হাসোজ্জল মানুষ। তারাও পারছেন না তার এমন মৃত্যু মানতে। দাবি তাদের কাইয়ুম হত্যার সুষ্ঠু বিচার।

বিভি/এজেড

মন্তব্য করুন: