• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

একঘরে তিন পরিবার, মসজিদে ঢোকাও নিষেধ! (ভিডিও)

এম আর রাসেল, ঝিনাইদহ 

প্রকাশিত: ১৩:২৮, ১৯ নভেম্বর ২০২৪

আপডেট: ১৩:৪১, ১৯ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ

একই গ্রামে বসবাস, কিন্তু তাদের নামাজ পড়তে দেয়া হয় না মসজিদে, বিক্রি করা হয় না কোনো পণ্য এমনকি কেউ তাদের সাথে কথা বললেও পেতে হয় শাস্তি। সভ্যতার এই যুগে এসেও এমন বর্বরতার শিকার ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া গ্রামের ৩ টি পরিবার।

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই ৩টি পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ সমাজপতিদের বিরুদ্ধে। স্থানীয় মাতব্বরদের নিদের্শে ওই পরিবারের সঙ্গে সবধরনের সামাজিক সম্পর্ক ছিন্ন করছেন গ্রামের লোকজন। এমনকি গ্রামের মসজিদে নামাজও পড়তে দেওয়া হয় না তাদের। এছাড়াও  গ্রামের কোন দোকান থেকে নিত্যপণ্য কিনতে গেলেও ফিরিয়ে দেওয়া হয়।

সমাজপতিদের একঘরে করার ঘোষণার পর এভাবেই গত ১ সপ্তাহের বেশি সময় ধরে মানবেতর জীবন যাপন করছেন মাইলবাড়িয়া গ্রামের আলী মোহাম্মদ, তার ভাই শাহাজুল ও ফকির মাহমুদের পরিবারের সদস্যরা।

ভুক্তভোগীদের অভিযোগ, একই গ্রামের আলী হাফিজ মন্টু ও আলতাফ দফাদারের সাথে তাদের জমি নিয়ে বিরোধ ছিল। বিষয়টি নিয়ে উভয়পক্ষ আদালতে মামলা করলে স্থানীয় ইউপি সদস্যসহ গ্রামের মাতব্বররা মামলা তুলে নিতে তাদের চাপ দিতে থাকে। সেটা নিয়ে তৈরি হয় বৈরীতা।

সমাজের কথা না মানায় তাদের একঘরে করে রেখে গ্রামের লোকজন। মানবাধিকার লঙ্ঘন হলেও এটাই যেন তাদের আইন।

নেপা ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুর রহমান বলছেন, তাদের সাথে কোন ব্যক্তি শত্রুতা নেই। গ্রামের মানুষের সিন্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে।

একঘরে করে রাখা চরম মানবাধিকারের লঙ্ঘন তাই দ্রুত সমস্যা সমাধানের আহ্বান মানবাধিকার কর্মীর।

মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গ্রাম মাইলবাড়িয়ার এই ৩ টি পরিবারের নারী ও শিশুসহ মোট সদস্য সংখ্যা ২২ জন।

বিভি/এজেড

মন্তব্য করুন: