• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চরফ্যাশনে জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮:১২, ২৩ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
চরফ্যাশনে জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

চরফ্যাশনে জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এবং বরিশাল অঞ্চলের টিম সদস্য এ.কে.এম ফখরুদ্দিন খান রাজি।

বিশেষ অতিথি ছিলেন জেলা আমীর মাস্টার জাকির হোসেন, জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, জেলা তালিমুল কোরআন বিভাগ সম্পাদক মাওলানা জাকির হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন এবং চরফ্যাশন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন।

অনুষ্ঠানে বক্তারা জামায়াত কর্মীদের উদ্দেশ্যে বলেন, ইসলামের বিধি-বিধান মেনে নিজ নিজ জীবন গঠন এবং দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে হবে। বক্তারা আরও বলেন, "দ্বীন প্রতিষ্ঠাকে আমাদের জীবনের মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করতে হবে। আল্লাহর পথে নিজের জানমাল সোপর্দ করে ইসলামী সমাজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করা প্রত্যেক কর্মীর দায়িত্ব।"

বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতের কর্মীদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পৌর আমীর অধ্যাপক রেজাউল হাসান ইমরানের সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মী শিক্ষা শিবিরটি সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় জামায়াত সদস্যরা উপস্থিত ছিলেন

বিভি/এজেড

মন্তব্য করুন: