খাগড়াছড়ি রিজিয়ন কাপ
দীঘিনালা জোনের জয়, লোগাং-লংগদু ম্যাচ ড্র

খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে জয় পেয়েছে দীঘিনালা জোন। আর দিনের অন্য ম্যাচে লোগাং জোন ও লংগদু জোন ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে। রবিবার (২৪ নভেম্বর) সকালে অনুষ্ঠিত খেলায় দীঘিনালা জোন ৩-১ গোলে বাঘাইহাট জোনকে পরাজিত করে। আর লোগাং-লংগদু ম্যাচ মাঠে গড়ায় বিকালে।
দীঘিনালা জোনের জয়ের ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আমির হোসেন। অপর দিকে বিকালে লোগাং জোন ও লংগদু জোনের মধ্যে অনুষ্ঠিত খেলাটি গোল শূন্য ড্র হয়।
টুর্নামেন্টে খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন ৭টি জোন অংশ নিচ্ছে। খেলা উপভোগ করতে স্টেডিয়ামে প্রতিদিন বিপুল দর্শকের সমাগম হচ্ছে।
“গোষ্ঠী-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ গড়ি,সম্প্রীতির খাগড়াছড়ি” এ শ্লোগানকে সামনে রেখে স্থানীয় যুবকদের ক্রীড়ার মাধ্যমে সন্ত্রাস ও মাদক মুক্ত যুব সমাজ তৈরীর লক্ষ্যে সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুনামেন্টের আয়োজন।
খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের মিডিয়া পার্টনার দেশের অন্যতম স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশন।
বিভি/এজেড
মন্তব্য করুন: