ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ৯৭ জন পেলেন ৬ কোটি টাকা

ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ৯৭ জন পেলেন ৬ কোটি টাকা
মাগুরায় রেললাইনের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ৭৮ জনের মাঝে ৪ কোটি ৩৫ লাখ ২৩ হাজার ৩৮৩ টাকার চেক বিতরণ করা হয়েছে। শনিবার সকালে মাগুরা সদরের রাজধরপুরে দীর্ঘদিন ধরে আটকে থাকা মধুখালী থেকে মাগুরা পর্যন্ত রেলসংযোগ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ভুমি মালিকদের মাঝে এ চেক বিতরণ করা হয় ।
এল এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মো: মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মধুখালী থেকে মাগুরা রেল প্রকল্পের ব্যবস্থাপক মো আব্দুল হানিফ সহ আরো অনেকে।
চেক বিতরণ অনুষ্ঠানে মাগুরা থেকে মধুখালী রেললাইল নির্মাণ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ৭৮ জন সহ মাগুরা শ্রীপুর মহাসড়ক বাঁকসরলীকরণ ও সম্প্রসারণ” শীর্ষক নির্মাণ প্রকল্পের ১৯ জনের মাঝে মোট ৬ কোটি ১৮ লক্ষ ৯১ হাজার ছয়শত তিরানব্বই টাকার চেক বিতরন করা হয়।
বিভি/এজেড
মন্তব্য করুন: