• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

তারেক রহমানের খালাসের খবরে ঝিনাইদহে আনন্দ মিছিল

এম আর রাসেল, ঝিনাইদহ

প্রকাশিত: ১৭:২২, ২ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
তারেক রহমানের খালাসের খবরে ঝিনাইদহে আনন্দ মিছিল

বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেওয়ায় ঝিনাইদহ মহেশপুরে আনন্দ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি।

সোমবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় দলীয় কার্যালয় থেকে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি আনন্দ মিছিল করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি,পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম খান চুন্নু,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস,পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুবদল নেতা সাইদুর রহমান সাঈদ, আহসান হাবিব, রবিউল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।  

সমাবেশে বক্তারা বলেন, মিথ্যাভাবে আওয়ামী লীগ সরকারের সাজানো একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব বিএনপির অনেক নেতাকর্মীকে আসামি করা হয়েছিল। হাইকোর্ট সেই মিথ্যা মামলায় তারেক রহমানসহ সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। শেখ হাসিনার সরকার তারেক রহমানকে জেলে পাঠাতে একের পর এক মিথ্যা মামলা দিয়েছে। অবিলম্বে তারেক রহমানের নামে যত মিথ্যা মামলা আছে সব মামলা প্রত্যাহার এবং বাংলাদেশে ফিরিয়ে আসার ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, কিন্তু তার দোসররা এখনো ষড়যন্ত্র করছে। বিএনপি সব ষড়াযন্ত্রের মোকাবিলা করতে প্রস্তুত।

সমাবেশে শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব নেতারা মুক্তি পাওয়ায় শুকরিয়া আদায় করে দোয়া ও মোনাজাত করেন নেতাকর্মীরা।
 

বিভি/এজেড

মন্তব্য করুন: