বেগম রোকেয়া দিবসে ঝিনাইদহের ৫ নারী পেলেন জয়িতা সম্মাননা

"নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদক সামনে রেখে ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় এ উপলক্ষে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সে সময় উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা, মহেশপুর থানার অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দিন মৃধা, উপজেলা ভূমি কর্মকর্তা তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা, উম্মে সালমা বেগম না, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি সরোয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সমাজে বিভিন্ন বিষয়ে অবদান রাখায় ৫ জন জয়িতা নারীর মধ্যে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়।
বিভি/এজেড
মন্তব্য করুন: