• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যশোরে অতিরিক্ত পুলিশ সুপারসহ র‍্যাবের ৬ সদস্যের বিরুদ্ধে মামলা 

রাজেক জাহাঙ্গীর, যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪১, ১২ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
যশোরে অতিরিক্ত পুলিশ সুপারসহ র‍্যাবের ৬ সদস্যের বিরুদ্ধে মামলা 

এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার ফখরুল হাসানসহ র‍্যাবের ৬ সদস্যর বিরুদ্ধে যশোরের আদালতে মামলা হয়েছে। অভিযুক্তরা র‍্যব-১০ এ দায়িত্ব পালনকালে ভুক্তভোগী ও তার পরিবারের কাছ থেকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে জমি, ব্যবসা প্রতিষ্ঠান দখল, অর্থ আদায় ছাড়াও ক্ষমতার প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দায়ের করেছেন।  

বুধবার (১১ ডিসেম্বর) যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী শাহজাহান আলীর স্ত্রী শিউলি খাতুন। অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডিকে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

মামলার অন্য আসামিরা হলেন- তৎকালীন র‍্যাব-১০ এর সুবেদার কাজী বদরুল আলম, পুলিশের পরিদর্শক মফিজুল আলম, এসআই আইয়ুব হোসেন, অশোক কুমার হালদার ও আনিছুর জামান। 

অভিযোগে উল্লেখ করা হয়েছে এএসপি ফখরুল হাসান র‍্যাব-১০ এ দায়িত্ব পালনকালে ২০২২ সালের ১৪ এপ্রিল যশোরের ঝিকরগাছা উপজেলার কাশীপুর গ্রামের শাহজাহান আলী ও তার নবম শ্রেণিতে পড়ুয়া সন্তান রায়হান কবিরকে তুলে নিয়ে একটি গোডাউনে আটকে রাখেন। সেখানে দুদিন ধরে পিতা-পুত্রের ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে ও ক্রসফায়ারের ভয় দেখিয়ে জমি ও ব্যবসা প্রতিষ্ঠান লিখে নেন এবং চেকের মাধ্যমে অর্থ আত্নসাত করেন।

সব হারিয়ে শাহজাহান মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নেন এবং ২০২৩ সালের ২০ জানুয়ারি মালয়েশিয়ার উদ্দেশ্য রওয়ানা দেন। কিন্তু আগের দিন ১৯ জানুয়ারি রাতে এএসপি ফখরুল হাসান ক্ষমতার প্রভাব খাটিয়ে কেরানীগঞ্জ থানায় শাহজাহানকে আসামি করে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে হয়রানিমূলক মামলা দায়ের করেন। এতে প্রবাসে ফেরারি জীবনযাপন করছেন শাহজাহান।

বিভি/এজেড

মন্তব্য করুন: